প্রিন্ট এর তারিখঃ Dec 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

"মানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস, উষ্ণতা ছড়িয়ে দেই কমল প্রাণে" এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে শহীদ মিনার প্রাঙ্গনে সর্বদা নির্ভীক ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে ৩ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইলের সেক্রেটারি জিয়াউল হক শাহীন, অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ আব্দুল জলিল, অত্র সংগঠনের সভাপতি শিশির আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা তাসমো ও শিশির আহমেদ প্রমুখ। এছাড়াও এই সংগঠনের উদ্যোগে প্রতি মাসের তৃতীয় শুক্রবার পাঁচ টাকায় পথচারীদের মাঝে খাবার বিক্রি করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com